রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামি সুবর্ণচরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৫, ১৫:১১| আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৫:১৮
অ- অ+

রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামি হেমায়েত উল্যাহকে (২৫) নোয়াখালীর সুবর্ণচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর সহযোগিতায় উপজেলার আব্দুর রব বাজার এলাকা থেকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১ এপ্রিল সকালে সালমা খাতুনকে (২৫) কে বা কারা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের বাইরে ছিটকিনি লাগিয়ে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। তারই ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নোয়াখালীর সুবর্ণচর থানার আব্দুর রব বাজার এলাকা থেকে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হেমায়েত উল্যাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এস এম হাসান সিদ্দিকী।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা