সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৫, ১৯:২১| আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২০:০৬
অ- অ+

৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মামলার এজাহার থেকে জানা গেছে, নূরুল মজিদের ৭ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন ও ভোগ দখল এবং ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ১০২ কোটি টাকার বেশি 'অস্বাভাবিক ও সন্দেহজনক' লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করেছে কমিশন।

অন্যদিকে স্বামীর প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলায় হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা