অগ্রণী ব্যাংকের ডিএমডি হলেন রূবানা পারভীন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৫
অ- অ+

উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক রূবানা পারভীন। গত ১০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পদায়ন করা হয়।

রূবানা পারভীন ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। একজন সদালাপী মানুষ হিসাবে তিনি সততা ও দক্ষতার সাথে ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখা, গুরুত্বপূর্ণ ডিভিশন এবং সার্কেল প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি অগ্রণী ব্যাংকে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় আইসিসি, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করে থাকেন। তিনি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াসহ দেশে, বিদেশে বিভিন্ন ধরণের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। রূবানা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার স্বামী একজন প্রকৌশলী এবং দুই কন্যার জননী।

(ঢাকা টাইমস/১৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা