বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি, পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে যে ১৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫০| আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৫৪
অ- অ+

১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা। চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টায়। ১৫ থেকে ২২ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা।

সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ফলে পূর্বঘোষিত তারিখের পরিবর্তে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। সে অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য ১৪টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। যেগুলোর প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই মাথায় রাখতে হবে।

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

১. পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ।

৩. প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না।

৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।

৫. ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

৬. OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৭. সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।

৮. শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

৯. নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।

১০. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না।

১২. একই উপস্থিতিপত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা