ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১৮ শ্রমিকের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৫, ১৯:০৮
অ- অ+

ভারতের পশ্চিমাঞ্চলের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে সেখানে কর্মরত ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

কারখানার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভারতের আহমেদাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

এএফপির প্রতিবেদন বলছে, গুজরাট রাজ্যের দিসা শহরে কারখানা কমপ্লেক্সে বিষ্ফোরণে পাথর ও ধাতব পদার্থের টুকরো উড়ে যায়।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড এক বিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু এবং আরও পাঁচজন আহত হন।’

ঋষিকেশ প্যাটেল আরও বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। কর্তৃপক্ষ এরইমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হলেন আবদুস সালাম 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
৬ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
ভারত-পাকিস্তানকে ‘সংযম প্রদর্শনের’ আহ্বান চীনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা