নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা মারা গেছেন

স্প্যানিশ-পেরুভিয়ান নোবেলজয়ী ঔপন্যাসিক মারিও বার্গাস য়োসা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
স্থানীয় সময় রবিবার (১৩ এপ্রিল) পেরুর রাজধানী লিমায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে তার পরিবার।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে য়োসার ছেলে রাজনৈতিক বিশ্লেষক আলভারো বার্গাস য়োসা লেখেন– অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসার স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা এ সময় তার পাশে ছিলেন।
২০১০ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন মারিও বার্গাস য়োসা। সুইডিশ অ্যাকাডেমি তার ‘মানবিক চিত্র ও সমাজ বিশ্লেষণে গভীরতা ও সৌন্দর্যের’ জন্য তাকে এই সম্মানে ভূষিত করে। তিনি ফরাসি সাহিত্যিক গুস্তাভে ফ্লবার্তকে নিজের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও ‘আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার’, ‘ডেথ ইন দ্য আন্দিজ’ এবং ‘দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত সাহিত্যকর্মের স্রষ্টা মারিও বার্গাস য়োসা। তাকে বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্য আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।
(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এমআর)

মন্তব্য করুন