যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৫, ১৯:০৯
অ- অ+

এবার যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আদায় করা হবে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি অনেক আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছি, আমি আশা করি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া আইফোনগুলো ভারত বা অন্য কোথাও নয়, যুক্তরাষ্ট্রেই তৈরি হবে। যদি তা না হয়, তাহলে অ্যাপলকে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক প্রদান করতে হবে যুক্তরাষ্ট্রকে।’

ট্রাম্প কোনও নির্দিষ্ট কোম্পানির ওপর শুল্ক আরোপ করতে পারেন কিনা তা স্পষ্ট নয়।

এবিষয়ে অ্যাপল তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

গত মাসে রয়টার্স জানিয়েছে, চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-শৃঙ্খল উদ্বেগ এবং আইফোনের দাম বৃদ্ধির আশঙ্কার মধ্যে অ্যাপল ভারতকে একটি বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে স্থান দিচ্ছে।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া তাদের বেশিরভাগ স্মার্টফোন ভারত থেকে আসবে। শুধু তাই নয়, ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি হওয়া সকল আইফোন ভারতে উৎপাদনের লক্ষ্যমাত্রার কথাও সম্প্রতি জানিয়েছে অ্যাপল।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/২৩মে/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
আড়ম্বর আয়োজনে আরআরএফের দুই কর্মকর্তাকে বিদায় জানালেন ঢাকা রেঞ্জ ডিআইজি
এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে এবি পার্টি সম্মত
ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা