ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, পুতিন নিজেই জানালেন ইসরায়েলকে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ১৪:০১| আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:২৭
অ- অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না—এ বিষয়টি ইসরায়েলকে রাশিয়া একাধিকবার আশ্বস্ত করেছে।

সম্প্রতি স্কাই নিউজ আরবকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ তথ্য জানান। তার এই বক্তব্যের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।

সাক্ষাৎকারে পুতিন বলেন, “রাশিয়া ধারাবাহিকভাবে ইসরায়েলকে জানিয়েছে যে, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা করছে না। আমরা পরিস্থিতি শান্ত রাখতে এবং উত্তেজনা কমাতে কাজ করে যাচ্ছি।”

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভও আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট পুতিন “বারবার” ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মস্কোর মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ তুলে দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

টানা নবম দিনের মতো চলা এই সংঘাতে উভয় পক্ষের শত শত মানুষ হতাহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধাবস্থাকে ঘিরে।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই স্পষ্ট বার্তা উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে পারে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে: তারেক রহমান 
বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক: আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারে ঐকমত্য
কনস্টেবলের স্ত্রীকে কু-প্রস্তাব, বরখাস্ত এএসপি আফজাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা