বিক্ষোভের নামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট: সারা দেশে গ্রেপ্তার ৭২ জন, ১০ মামলা

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ১০টি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদপ্তরের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন। এসব ঘটনা সংক্রান্তে এখন পর্যন্ত মোট ১০টি মামলা রুজু হয়েছে।
এর আগে গত সোমবার দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়াসহ দেশের কয়েকটি শহরে বাটা শো-রুম ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএম/এজে)

মন্তব্য করুন