হামজার পর সামিত সোমও এসে গেছেন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৫, ০৮:৫৭
অ- অ+

বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার জন্য বহুল প্রতীক্ষা শেষে ঢাকায় এসেছেন কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি ফুটবলার সমিত সোম। আজ বুধবার (৪ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সামিত।

আগামী ১০ জুন অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার কথা সামিতের।

ঢাকায় নেমে সামিত গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে মুখিয়ে আছি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপে ভালো কিছুর প্রত্যাশা করছি।

এদিকে গতকাল মঙ্গলবার দেশে এসেছে লণ্ডন প্রবাসী বাংলদেশি ফুটবলার হামজা চৌধুরী। এদিন সকালে ইংল্যান্ড থেকে দেশে এসেই বিকেলে দলের সাথে অনুশীলনে নেমে পড়েন হামজা। তার আগে ২৮ মে এসেছেন ইতালী প্রবাসী ফাহামেদুল ইসলাম। তিনি ক্যাম্পের প্রথম দিন থেকেই অনুশীলন করছেন।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গত ৩০ মে থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ক্যাম্প শুরু করেছে হাভিয়ের কাবরেরার দল। পরদিন থেকে শুরু হয়েছে অনুশীলন।

জাতীয় স্টেডিয়ামেই ১০ জুন হবে সিঙ্গাপুর ম্যাচ। তার আগে আজ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচের জন্য গত ২৮ মে ২৬ সদস্যের দল ঘোষণা করেন হাভিয়ের কাবরেরা। সেই দলে যুক্তরাজ্য প্রবাসী হামজার পাশাপাশি রয়েছেন সামিত ও ফাহামেদুল ইসলাম।

(ঢাকাটাইমস/৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সিইসিকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা’
টিএসসির রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হামজা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা