ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার, নারী উদ্যোক্তা তনিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৫, ১৮:৪১
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনি এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। ফেসবুক লাইভে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ও অঙ্গভঙ্গির অভিযোগে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল কাদের (এ কে ফয়সাল)।

রবিবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ফয়সাল জানান, “তনি তার ফেসবুক লাইভে একাধিকবার এমন ভাষা ও অঙ্গভঙ্গি প্রদর্শন করেছেন, যা সমাজ, পরিবার এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি। এসব বক্তব্যে নারীদের প্রতি অবজ্ঞা প্রকাশ পেয়েছে এবং কখনো কখনো তিনি ‘কাপড় খুলে মারধর’ করার হুমকিও দিয়েছেন—যা স্পষ্টতই সামাজিক শিষ্টাচার লঙ্ঘন করে।”

আইনি নোটিশে তনিকে ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও তৈরি ও প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইতোমধ্যে প্রকাশিত এ ধরনের ভিডিওগুলো অনতিবিলম্বে সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলতেও বলা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে তিনি যদি আবারও এ ধরনের আচরণে লিপ্ত হন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর পুলিশ প্লাজায় অবস্থিত তনির শোরুম ‘সানভি’স বাই তনি’-তে অভিযান চালায়। সেই সময়েও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রোবাইয়াত ফাতেমা তনি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে তার মন্তব্য ও লাইভ ভিডিওর মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তবে এবার বিষয়টি আইনি পর্যায়ে পৌঁছানোয় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

(ঢাকাটাইমস/০১জুন/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে গুলি করে প্রবাসীকে হত্যার হুমকি বিএনপি নেতার
নুরুল হুদাকে মবের ঘটনায় তদন্ত করে অ্যাকশন: সালাহউদ্দিন 
ইসরায়েলে গোপন পারমাণবিক ভাণ্ডারের সন্ধান: মদদে আমেরিকা, শঙ্কায় বিশ্ব
আত্মাহুতি দিয়ে স্কাউটিংয়ের নজির বিশ্বের ইতিহাসে নেই: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা