চীনা হাসপাতালের সঠিক দাবিদার পঞ্চগড়: রাশেদ প্রধান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ২২:০৪
অ- অ+

চীন সরকার কর্তৃক উপহার দেওয়া এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, ২০২৩ সালে চীন সরকার সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিল। পঞ্চগড়ে এক হাজার শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। ভারত সরকারের আপত্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় সেই মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। শেখ হাসিনার পতনের পর বর্তমানে চীন সরকার বাংলাদেশে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উপহার দিতে চায়। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে অবহেলিত পঞ্চগড় জেলা এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের সঠিক দাবিদার।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক। পঞ্চগড় থেকে রোগী নিয়ে রংপুর/দিনাজপুর যাওয়ার পথে, অ্যাম্বুলেন্স অথবা গাড়িতে আমরা আর বিনা চিকিৎসার মৃত্যু দেখতে চাই না। মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে। অথচ পঞ্চগড়ের নামটা জমি খোঁজার লিস্ট এ আসছে না।

তিনি বলেন, মাত্র ১২ একর জমি খোঁজা হচ্ছে অথচ পঞ্চগড়ে শত শত একর নির্ভেজাল জমি আছে। ১৯৭১ এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে অবহেলিত পঞ্চগড়ের মানুষের দিকে তাকিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। চীন সরকারের উপহার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করুন।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ব্যবধানে হার জিম্বাবুয়ের, ১-১ সমতা
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা