গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু

দীর্ঘ চারমাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা পৌনে এগারোটার দিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সড়কে ব্যাপক নিরাপত্তা, কর্মীদের বাঁধভাঙা উল্লাস ও ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানের নিজ বাড়িতে ফেরেন তিনি। সঙ্গে ছিলেন— দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান, মেডিকেল বোর্ডের সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ।
বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। দলীয় প্রধান কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেন দলের নেতাকর্মীরা।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূকে শুভেচ্ছা জানাতে পারছেন; এটা গোটা জাতির কাছে উৎসবের বার্তা নিয়ে এসেছে। তিনি এদেশের গণতন্ত্রের মূর্তপ্রতীক। এজন্যই তার নামের আগে আপসহীন উপাধি দেওয়া হয়। তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করেননি। আমরা আশা করব বাংলাদেশে খুব শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কবে দেশে ফিরে আসবেন— এই প্রতীক্ষায় অপেক্ষমাণ পুরো জাতি।’
এসময় উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টাঙ্গাইল-৭ মির্জাপুরের গণমানুষের নেতা সাঈদ সোহরাব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডিএনসিসি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড থেকে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সাইদুল ইসলাম সাইদুল, দারুসসালাম থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আরিফ মৃধা, শাহ্আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান দেওয়ান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাজীব আহম্মেদ, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৬মে/এসএস/এমআর)

মন্তব্য করুন