দ্রুত উইকেট পতনে প্রথম দিনেই কোণঠাসা বাংলাদেশ

কলম্বো টেস্টের প্রথম দিনটি নিজেদের করতে পারলনা টাইগাররা। প্রথম দিন শেষে ৭১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২২০ রান তুলতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তাইজুল ইসলাম ৯ আর এবাদত হোসেন ৫ রানে অপরাজিত আছেন।
আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। এবারও উইকেটে স্থির হতে পারেননি বিজয়। ইনিংসের পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে ব্যাটের ভেতর কাণায় লেগে বোল্ড হন তিনি। ১০ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। সর্বশেষ তিন টেস্ট ইনিংসে দ্বিতীয়বার ডাক মারলেন বিজয়।
কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। বলাই যায় দিনটি বাংলাদেশ দলের জন্য ছিল হতাশার। উইকেট যদিও ব্যাটিং সহায়ক ছিল না, তবু ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচনের কারণে চাপে পড়ে বাংলাদেশ। বৃষ্টির হানায় দিনের খেলা শেষ হয় ৭১ ওভারে। সাদমান ইসলামের ৪৬ ছিল দিনের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। আশা জাগিয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম (৩৫), লিটন দাস (৩৪), মেহেদী হাসান মিরাজ (৩১) ও নাঈম হাসান (২৫)।
কেবল নাঈম হাসান ছাড়া বাকি সবাই আউট হয়েছেন নিজের ভুলে। এনামুল হক বিজয় শূন্য রানে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি। শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্ডোর এক বলেই যেন মুক্তি পেল দুই পক্ষ-দর্শক ও ব্যাটসম্যান নিজেই। মাত্র ১০ বল খেলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
অধিনায়ক শান্ত নিজেই-আউট হন মাত্র ৮ রানে। ব্যাটিং ব্যর্থতার পেছনে বড় ভূমিকা ছিল অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে উইকেট বিলিয়ে দেওয়ার প্রবণতা।
৫৬ বলে ৩৪ রান করেন লিটন। এরপর পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিমও। ৩৫ রান করে ফিরেছেন তিনি। সাতে নামা মেহেদি মিরাজও ভালো শুরু করে হতাশ করেন। ৪২ বলে করেছেন ৩১ রানে থামেন তিনি।
বোলিংয়ে সাফল্য পেল শ্রীলঙ্কার পেসাররাই। আসিথা ফার্নান্দো নেন ২ উইকেট। সমান উইকেট ভিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুশার। ধানাঞ্জয়া ডি সিলভা ও লাহিরু কুমারা নেন ১টি করে উইকেট।
দিন শেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন দুই টেলএন্ডার- তাইজুল ইসলাম (৯*) ও ইবাদত হোসেন (৫*)। দ্বিতীয় দিনে দ্রুত অলআউট হওয়ার শঙ্কা তো থাকছেই!
(ঢাকাটাইমস/২৫জুন/আরকে)

মন্তব্য করুন