ভয়েস মেসেজকে টেক্সটে রূপান্তর করবে হোয়াটসঅ্যাপ
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। মেসেজিং পদ্ধতির জন্য এই প্লাটফর্মটি এত জনপ্রিয়। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় এবার ভয়েস মেসেজকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সটে রূপান্তর করতে নতুন ফিচার এনেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারী ভয়েস মেসেজ শোনার পরিবর্তে পড়তে পারবেন। ফিচারটি অ্যাপের সেটিংসে গিয়ে চালু করতে হবে ও নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
বর্তমানে ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ এবং রুশ ভাষা অ্যান্ড্রয়েডে ট্রান্সক্রিপ্ট ফিচার সমর্থন করবে। অপরদিকে আইওএস-তে এই ফিচার ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, তুর্কি, চীনা ও আরবি ভাষায় ব্যবহার করা যাবে। আর আইওএস ১৭ এবং তার পরবর্তী সংস্করণে ডেনিশ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজীয়, ডাচ, সুইডিশ ও থাই ভাষার সমর্থন পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যকগ্রাউন্ডে বেশি শব্দ থাকলে বা কথা অস্পষ্ট হলে ট্রান্সক্রিপশন সবসময় সঠিক নাও হতে পারে। ফিচারটি কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে ও আগামী কয়েক মাসে আরো ভাষা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
যেভাবে ব্যবহার করবেন এই ফিচার
প্রথমে WhatsApp Settings > Chats অপশনে গিয়ে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারটি চালু করতে হবে এবং পছন্দসই ভাষা নির্বাচন করতে হবে। এরপর মেসেজটি ধরে রাখুন এবং Transcribe অপশনে ট্যাপ করুন। ট্রান্সক্রিপশন দেখতে আরও জায়গা প্রয়োজন হলে, মেসেজের এক্সপান্ড আইকনে ট্যাপ করুন।
Android ডিভাইসে
* Google Play Store থেকে Transcriber for WhatsApp অ্যাপ ডাউনলোড করুন।
* এবার অ্যাপ ওপেন করে ওয়েলকাম কার্ডে 'Done' সিলেক্ট করুন।
* যে WhatsApp ভয়েস মেসেজ কনভার্ট করতে চান, সেটি ট্যাপ করে, হোল্ড করুন।
* এবার শেয়ার আইকনে ট্যাপ করে Transcriber অ্যাপ সিলেক্ট করুন।
* নিজে থেকেই সেই ভয়েস মেসেজ টেক্সট মেসেজে কনভার্ট হয়ে যাবে।
iOS ডিভাইসে
* iPhone-এ Audio to Text for WhatsApp অ্যাপ ইনস্টল করুন।
* এই অ্যাপ ওপেন করে স্পিচ রিকগনিশন পার্মিশন দিয়ে দিন।
* এবার WhatsApp চ্যাট ওপেন করুন।
* যে ভয়েস মেসেজের টেক্সট কনভার্ট করতে চান, সেটি ট্যাপ করে, হোল্ড করে Forward অপশন সিলেক্ট করুন।
* এবার স্ক্রিনের ডান দিকে নীচে শেয়ার অপশন বেছে নিন।
* এখানে Audio to Text সিলেক্ট করুন।
* এবার স্ক্রিনে অডিও মেসেজের টেক্সট ভেসে উঠবে।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)
মন্তব্য করুন