গণপিটুনিতে দুই ডাকাত নিহত, আহত এক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৯:১৯ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:০৬

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতিকালে গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক সদস্য। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত দলের সদস্য কমল চন্দ্র দাসের (৪৫) বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কুলাগ্রামে। আহত নেক মোহাম্মদ সিরাজগঞ্জ জেলার সলজারা গ্রামের নূর হোসেনের ছেলে। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে ৭/৮ জনের একটি ডাকাত দল আগধল্যা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে। এসময় ডাকাতরা দৌড়ে পালাতে গিয়ে তিন ডাকাত পুকুরে পড়ে যায়। পরে গ্রামবাসী ডাকাত দলের সদস্যদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে কুমুদিনী হাসপাতালে দুই ডাকাত মারা যান বলে হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানা।

অন্য ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নিহত অপর ডাকাতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :