কচুয়ায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ দুই জনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০১৭, ২০:১০

চাঁদপুরের কচুয়া উপজেলা খাদ্য গুদামের চাল আত্মসাৎ করার অপরাধে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. ছালাম মুন্সীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই আদালত সাবেক ইউপি সদস্য সাইফুলকেও ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দেয়। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রবিবার বিকালে চাঁদপুর স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৮ এপিল কচুয়া খাদ্য গুদাম থেকে সরকারি চাল আত্মসাৎ করার সময় ট্রাকচালক সাইফুল ইসলাম ও হেলপার মেহেদী হাসান আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চাল আত্মসাতের সাথে জড়িত কর্মকর্তা ছালাম ও ইউপি সদস্য সাইফুলসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে মামলাটি কচুয়া থানা থেকে চাঁদপুর স্পেশাল ট্রাইবুন্যাল-১ এ পাঠানো হয়। সেখান থেকে ২০১১ সালের ২০ নভেম্বর স্পেশাল ট্রাইবুন্যাল-২ এ এলে বিচার কাজ শুরু হয়।

দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মুরাদ হোসেন চৌধুরী জানান, গত দুই মাস আগের দণ্ডপ্রাপ্তরা আটক হন। ছয় বছরের অধিক সময় মামলাটি প্রক্রিয়াধীন ছিল। ২০১১ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোরশেদ আলম ও চাঁদপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসাইন আদালতে মামলার প্রতিবেদন দাখিল করেন।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :