নিখোঁজের তিনদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিখোঁজ হওয়ার তিন দিন পর খোঁজ মিললো এক বাংলাদেশির। তবে তাকে জীবিত পাওয়া যায়নি। এসলাম উদ্দীন নামে ৩২ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার বেলা তিনটার দিকে ওয়াহেদপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-বিএসএফের উপস্থিতে নিহতের লাশ ফেরত দেয়া হয়। মালদা জেলার সুতিপুর থানার সাব-ইনস্পেক্টর পিযুস মিত্তিরের কাছ থেকে মরদেহ গ্রহণ করেন শিবগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর কামরুজ্জামান।

নিহত এসলাম উদ্দীন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবির ওহেদপুর বিওপির কোম্পানি কমান্ডার জামাল উদ্দিন ও বিএসএফের চাঁদনীচক ক্যাম্প কমান্ডার মোনারাম। ভারতের সুতিপুর থানা পুলিশ এসলামের ময়নাতদন্ত করলেও; পতাকা বৈঠকে কোন প্রতিবেদন দেয়নি বিএসএফ।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, এসলাম উদ্দীনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এসলামসহ ২০ থেকে ২৫ জন গত রোববার রাতে গরু আনতে ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতের নুরপুরে প্রবেশ করে। গভীর রাতে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের চাঁদনীচক ফাঁড়ির সদস্যরা তাদের ঘেরাও করে। এ সময় অন্যরা গরু ছেড়ে পালিয়ে আসলেও এসলাম উদ্দিন বিএসএফের হাতে ধরা পড়েন। তাঁর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

গত সোমবার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি বিজিবিকে জানানো হলে, বিএসএফকে এ বিষয়ে চিঠি দেয় বিজিবি।

ঢাকাটাইমস/১৮জানুয়ারি/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :