ঢাকাটাইমসের খবরে মির্জাপুরে ছাত্রীর শ্লীলতাহানি চেষ্টার বিচার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১১ | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫১

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াকী হারুনীয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টায় অভিযুক্ত চার ছাত্রের বিচার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

রবিবার মাদ্রাসা অফিস কক্ষে অভিযুক্ত ওই চার ছাত্র দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। পরে মাদ্রসা সুপার শামসুদ্দিন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি খন্দকার লুৎফর রহমান মন্টুসহ পরিচালনা পরিষদের অন্য সদস্য এবং এলাকার বেশ কয়েকজন মাতব্বরের উপস্থিতিতে তাদের বিশ হাজার টাকা জরিমানা ও চর-থাপ্পর দেয়া হয়।

গত সপ্তাহে ছাত্রীর শ্লীলতাহানি নিয়ে ঢাকাটাইমসে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে মাদ্রাসা প্রশাসনের।

এ ব্যাপারে গোড়াকী হারুনীয়া দাখিল মাদ্রাসা সুপার শামসুদ্দিন বলেন, অভিযুক্ত ছাত্র ও তাদের অভিভাবকরা দোষ স্বীকার করায় তাদের চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের চর-থাপ্পর মেরে বিচার করে নিয়েছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :