পাবনায় শহীদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪২ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৪

পাবনার সুজানগর উপজেলার পোড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে দাবি এলাকাবাসীর। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুলিশের বলছে, খেলাধূলা করার সময় শহীদ মিনারটি ভেঙে গেছে।

এক মাস আগে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। গত শুক্রবার রাতে কোনো এক সময় শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। শহীদ মিনারের তিনটি স্তম্ভ বা পিলার পড়ে আছে অনেক ফাঁকে। এতে স্থানীয়রা মনে করছেন পরিকল্পিত ভাবেই ভাঙা হয়েছে শহীদ মিনারটি।

স্থানীয় সুত্রে জানা যায় গেছে, ঘটনার দিন শহীদ মিনারটি ভেঙে তিনটি পিলার তিন জায়গায় রেখেছে দুর্বৃত্তরা। এলাকার লোকজনের ধারণা স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তির লোকজন এ কাজ করেছে। যার ফলে প্রধান শিক্ষক ভয়ে বলছে ছেলেরা খেলার সময় ভেঙে গেছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান ঢাকাটাইমস বলেন, ‘ছেলেপেলে খেলার সময় শহীদ মিনারটি ভেঙে গেছে। অচিরেই আবার মেরামত করা হবে।’ প্রায় এক মাস আগে নির্মিত শহীদ মিনারটি কীভাবে ভেঙে গেল এবং তিনটি পিলার কীভাবে অনেক দূরে গেল এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি প্রধান শিক্ষক।

এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, ‘আমি জেনেছি বাচ্চারা খেলার সময় ভেঙে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :