প্রোটিয়াদের সামনে টানা চারটি টেস্ট সিরিজ জয়ের সুযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মার্চ ২০১৭, ১২:৪০

হ্যামিলটনের সিডন পার্কে আগামীকাল শুরু হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। সিরিজটিতে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। তাই দক্ষিণ আফ্রিকা যদি এই ম্যাচটি জিততে পারে কিংবা ড্র করতে পারে তাহলে তারা সিরিজটি জিতে নিবে। এই ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটা থেকে।

দক্ষিণ আফ্রিকা যদি এই সিরিজটি জিততে পারে তাহলে তারা টানা চারটি টেস্ট সিরিজ জিতে নিবে। গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল নিউজিল্যান্ড। সেবার দুই ম্যাচ টেস্ট ১-০ ব্যবধানে জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

গত নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আর গত ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে তিন ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): টম লাথাম, জিত রাভাল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নেইল ব্রুম, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), জেমস নিশাম/কলিন ডি গ্র্যান্ডহোম/স্কট কুগেলেজিন, মিচেল স্যান্টনার, জিতান প্যাটেল, ম্যাট হেনরি, নেইল ওয়াগনার।

দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): স্টিফেন কুক, ডেন এলগার, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ভারনন ফিল্যান্ডার, কেশভ মহারাজ, মরনি মরকেল, কাগিসো রাবাদা।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :