লন্ডনে জামানুর পরিবারকে কমিউনিটি নেতাদের সমবেদনা

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০১৭, ১৫:৫০

পূর্ব লন্ডনের মাইলেন্ড এলাকার ওয়েগার স্ট্রিটে কয়েকজন তরুণের ছুরিকাঘাতে নির্মমভাবে প্রাণ হারান বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ সৈয়দ জামানুর ইসলাম। তার এই মৃত্যুর সংবাদে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

এদিকে জামানুরের পরিবারকে সান্তনা ও সমবেদনা জানাতে মঙ্গলবার তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থানীয় কমিউনিটি নেতারা। তারা তার বাসার পাশে জমায়েত হয়ে জামানুরের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন মেয়র জন বিগস, কাউন্সিলার র‍্যাচেল সান্ডারস, সাবেক ডিপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, কাউন্সিলার রাবিনা খান, মাসুদ আহমদ, জিতু চৌধুরী প্রমুখ।

তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের কমিউনিটিতে এধরনের ঘটনা উদ্বেগজনক।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

জামানুরের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। এদিকে সৈয়দ জামানুর ইসলামের হত্যার প্রতিবাদ ও ‘নাইফ ক্রাইম’ বন্ধের প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সোয়া ৬টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক বিক্ষোভ র‍্যালি হবে।

দল-মত নির্বিশেষে সবাইকে এতে উপস্থিত থাকার জন্য আয়োজকরা বিশেষ অনুরোধ জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :