ফাইনালে ওঠার লড়াইয়ে রাতে পর্তুগালের প্রতিপক্ষ চিলি

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইম
| আপডেট : ২৮ জুন ২০১৭, ১০:৫৪ | প্রকাশিত : ২৮ জুন ২০১৭, ১০:৩০

এক বছর আগে চিলির সামনেই শেষ হয়েছিল মেসির কোপা আমেরিকা জেতার স্বপ্ন। মেসির পর কি তবে এ বার রোনালদোর পালা? আজ রাতে কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে মুখোমুখি পর্তুগাল ও চিলি। তার আগে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

একদিনে ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে সানজেস। যে দলই জিতুক লড়াই যে ভালো করেই জমে ওঠবে সেটা তো বোঝাই যায়।

তবে বিশেষজ্ঞদের মতে রোনালদোর স্বপ্নের ফর্মই হয়তো পার্থক্য গড়ে দেবে এই ম্যাচে। অবশ্য সেমিফাইনালের আগে রোনালদোকে এক রকম সতর্কবার্তা পাঠিয়ে দিলেন চিলির কোচ খুয়ান আন্তোনিও পিজ্জি। বলেছেন,‘ ‘প্রতিটা বিপক্ষকেই আমি খুঁটিয়ে দেখি। তাদের কী দুর্বলতা, কী শক্তি সেই সব দেখি। পর্তুগালের ক্ষেত্রেও সেটাই করছি,।অবশ্যই রোনালদোর ওপর আলাদা করে নজর থাকবে। ও খুব শক্তিশালী ফুটবলার। কিন্তু আমাদের কাছেও ওকে আটকানোর ছক আছে। নিজেদের স্বাভাবিক খেলাটাই আমরা খেলব।’

সাম্প্রতিক কালে চিলি হয়ে উঠেছে বিশ্বফুটবলের অন্যতম সেরা আক্রমণাত্মক দল। অ্যালেক্সিস সানজেস, আর্তুরো ভিদালদের মতো প্রতিভা এখন চিলিকে লাতিন আমেরিকার অন্যতম শক্তি করে তুলেছেন। চিলির আগ্রাসী খেলার ধরন নিয়ে স্পেনের সাবেক বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কির যেমন মনে হয়েছিল, এগারোটা কামান থেকে গুলি ছুটছে।

কয়েক দিন আগেই রোনালদোর রিয়ালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছিল আর্তুরো ভিদালের বায়ার্নকে। সেই হারের রেশ হয়তো এখনও রয়ে গিয়েছে। সি আর সেভেনকে চ্যালেঞ্জ জানিয়ে ভিদাল বলছেন, ‘আমার কাছে রোনালদোর কোনও গুরুত্ব নেই।’ আবার রোনালদোর বিরুদ্ধে লা লিগায় খেলা মার্সেলো দিয়াজ বলছেন, ‘রোনালদোকে কোনও জায়গা দিলে চলবে না।’

কনফেড কাপের গ্রুপ পর্বে পর্তুগালের খেলার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে কোচ ফার্নান্দো স্যান্টোসকে। সেমিফাইনালের আগে অবশ্য সমালোচকদের বিরুদ্ধে তোপ দেগে স্যান্টোস বলছেন, ‘পর্তুগাল এই টুর্নামেন্টে খেলছে ইউরো জিতে। ভাল না খেললে ইউরো জেতা সম্ভব হতো না।’

(ঢাকাটাইমস/২৮জুন/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :