তাহিরপুরে হাওর জনপদের ঐতিহ্যবাহী কুস্তি খেলা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০১৭, ২১:৫১

তাহিরপুরে অনুষ্ঠিত হলো হাওর জনপদের ঐতিহ্যবাহী কুস্তি খেলা। আধুনিকতার এ যুগে প্রাচীন ঐতিহ্যবাহী এ কুস্তি খেলাটি দিনদিন বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি থেকে। মানুষে মানুষে ভালোবাসার বন্ধনে আবদ্ধ এমন নির্মল উৎসবের জন্য এলাকাবাসী মুখিয়ে থাকে। অকাল বন্যায় ফসল ডুবির পর হাওর জনপদে নিরানন্দ মানুষকে একটু আনন্দ দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ৩ দিনের জন্য নানামুখী খেলাধুলার আয়োজন করে।

এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা খেলার মাঠে হয়ে গেল প্রাচীন ঐতিহ্যবাহী কুস্তি খেলা। কুস্তি খেলাতে অংশগ্রহণ করেন উপজেলার বালিজুরী, আনোয়ারপুর, জয়নগর-বীরনগর ও বড়দল গ্রামের খেলোয়াড়রা। এতে বালিজুরী গ্রাম বিজয়ী হয়।

উপজেলার বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দর্শনার্থীরা প্রখর রোদ উপেক্ষা করে খেলা উপভোগ করে।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

(ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :