আশুলিয়ায় বাসের ভেতরে হাত-পা বাঁধা লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৮:৩০ | প্রকাশিত : ২৮ জুলাই ২০১৭, ১৪:১৫

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল নয়টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকায় মহাসড়কের পাশে থেমে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক নাহিদ হাসান জানান, সকালে পথচারীদের দেয়া খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে থেমে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৯৭৭৫) বাসটির ভেতর থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদ চলছে।

নাহিদ হাসান আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরে জখমের চিহ্নও রয়েছে। তদন্ত পরবর্তী হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানান তিনি।

আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের মালিক মো. মনিরুজ্জামান বলেন, তার মালিকানাধীন বাসটি মহাখালী থেকে আশুলিয়ার জিরানী এলাকায় চলাচল করে। প্রতিদিনের মত শুক্রবার সকালেও চালক রাজু, সুপারভাইজার তাহের ও হেলপার মোহাম্মদ বাসটি ভাড়ায় বের হয়। কিন্তু রাত ১০টার দিকে নবীনগর এলাকা থেকে বাসটি ছিনতাই হয়েছে বলে তাকে জানায় বাসের চালক রাজু।

এ ঘটনায় তিনি রাতেই আশুলিয়া থানায় একটি অভিযোগ করেন। সকালে নবীনগর এলাকায় বাসটির মধ্যে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে জানতে পান।

আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের রুট পারমিট টাঙ্গাইল থেকে মহাখালী পর্যন্ত থাকলেও অবৈধভাবে মহাখালী থেকে আশুলিয়ার জিরানী এলাকায় চলাচল করে।

এ ব্যাপারে পরিবহনটির পরিচালনা কমিটির ম্যানেজিং ডিরেক্টর রায়হান উদ্দিন জানান, তাদের বাসের রুট পারমিট টাঙ্গাইল থেকে মহাখালী পর্যন্ত চলার অনুমতি থাকলেও বর্তমানে মহাখালী থেকে আশুলিয়ার জিরানী পর্যন্ত চলছে। তবে এতে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/২৮জুলাই/আইআই/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :