ইউরোপ সেরার খেতাব পাবেন কে?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ০৯:৫০

গত বছর ইউরোপ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন পর্তুগীজ ও রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার পাবেন কে? এবারের উয়েফা মেন’স প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তিনজন হলেন রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি ও জুভেন্টাসের গোলরক্ষক গিয়ানলুইগি বুফন। আগামী ২৪ আগস্ট এই পুরস্কার দেয়া হবে।

আগে এই পুরস্কারের নাম ছিল বেস্ট প্লেয়ার ইন ইউরোপ অ্যাওয়ার্ড। দুইবার ইউরোপ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। এছাড়া আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্র্যাঙ্ক রিবেরিও ইউরোপ সেরার মুকুট জিতেছেন।

এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে কে কোন দেশের খেলোয়াড় তা বিবেচনা করা হয় না। ইউরোপের মাটিতে তথা ইউরোপিয়ান ক্লাবে যারা খেলেন তাদের ঘরোয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার পারফরম্যান্স বিবেচনা করে এই পুরস্কার দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৬ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :