বরিশালে যৌন হয়রানির দায়ে দুই যুবকের দণ্ড

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ আগস্ট ২০১৭, ২১:৪১

জেলার বাবুগঞ্জ উপজেলায় দুই স্কুলছাত্রীকে যৌন হয়রানির অপরাধে দুই যুকতকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

পৃথক ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে বাবুগঞ্জ থানা পুলিশ ওই দুই বখাটেকে আটক করে। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দেহেরগতি ইউনিয়নের উওর রাকুদিয়া গ্রামের মৃত আ. ওহাব খানের ছেলে খানজাহান ও রহমতপুরের বাসিন্দা প্রবীর দাসের ছেলে নিয়ন দাস।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার এসআই শাহাজাদা জানান, বাবুগঞ্জ উপজেলাধীন জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে একই স্কুল থেকে ২০১৭ সালে এসএসসি পরীক্ষায় অকৃতর্কায হওয়া ছাত্র মো. খানজাহান ও তার কয়েক বখাটে বন্ধু মিলে উত্ত্যক্ত করে।

একপর্যায়ে ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খানজাহানকে আটক থানা পুলিশের কাছে সোপর্দ করে।

অপর ঘটনায় বাবুগঞ্জ মডেল স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে নানানভাবে উত্ত্যক্ত করে আসছিলো নিয়ন দাস। এ ঘটনায় ছাত্রীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিয়ে তাকে আজ স্কুলের সামনে থেকে হাতে-নাতে আটক করা হয়।

উভয়কে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে খানজাহানকে ৩ হাজার টাকা ও নিয়ন দাসকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০আগস্ট/টিটি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :