স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

কালিগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ২১:১৭
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রামে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ মোর্শেদা আক্তার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় স্বামী মমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোর্শেদার খালাতো ভাই আলমগীর হোসেন জানান, দেড় বছর আগে পাটগ্রাম উপজেলার হরিরহাট এলাকার মোকারম হোসেনের কন্যা মোর্শেদা আক্তারের সাথে পার্শ্ববর্তী সাহেব ডাঙ্গা এলাকার বাদশা মিয়ার পুত্র মমিনুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মমিনুর রহমান কারণে-অকারণে মোর্শেদা আক্তারকে নির্যাতন করেন। গত ২০ আগস্ট যৌতুকের কারণে মমিনুর ও তার পরিবারের লোকজন মোর্শেদার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বলেন, এ ঘটনায় অভিযুক্ত মমিনুর রহমানকে শুক্রবার রাতে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :