বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা

এরশাদ সাগর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৭
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেন বলে জানা গেছে। নিহত মিনিয়া (২৫) বেগম গুনবহা গ্রামের আবুুল কালাম শেখের মেয়ে।

নিহতের মা রিনা বেগম বলেন, সাত বছর আগে বরগুনা জেলার তালতলি উপজেলার ঝাড়াখালী গ্রামের মাসুদের সাথে প্রেমের সূত্রে বিয়ে হয় মিনিয়ার। সেই সুবাদে মাসুদ ঘরজামাই হিসেবে তাদের বাড়িতে থাকেন। বোয়ালমারীতে নির্মাণশ্রমিকের কাজ করেন মাসুদ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মিনিয়ার মা বলেন, ‘সোমবার সকালে মাসুদ আমার কাছে কিছু টাকা চায়। টাকার পরিমাণ কম হওয়ায় সে বাটাম দিয়ে আমার মেয়ে মিনিয়াকে পেটায়। এ ঘটনার জেরে ওই দিন রাত ১২টায় ঘরে থাকা কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়লে মিনিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :