জলবায়ু চুক্তিতে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৩

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার কানাডার মন্ট্রিয়েলে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী ৩০টিরও বেশি দেশের মন্ত্রীদের এক বৈঠকে যোগ দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু একই দিন হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে জানিয়ে দেয়, তারা চুক্তিটি থেকে সরে যাওয়ার পরিকল্পনায় অটল রয়েছে।

নিজেদের অবস্থান নমনীয় করতে পারে এমন প্রতিবেদন প্রকাশ হওয়া সত্বেও প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে অটল যুক্তরাষ্ট্র। এমনটি নিশ্চিত করলো হোয়াইট হাউস।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন ও এনার্জি কমিশনার মিগুয়েল আরিয়াস কানেতি বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র ওই চুক্তি থেকে সরে আসবে না এবং চুক্তিটিতে আবার যুক্ত হতে প্রস্তুত।

কিন্তু মন্ট্রিয়েলে কমিশনের এক মুখপাত্র জানান, জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রর নিজের অবস্থান পরিবর্তন করেছে এমন কোনো কথা কানেতি বলেননি। অপরদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রতিবেদনেটি ভুল ছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টার বলেন, প্যারিস চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, চুক্তির শর্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে অনুকূল না হওয়া পর্যন্ত এ থেকে দূরে থাকবে আমাদের দেশ।

মন্ট্রিয়েলের বৈঠকে যোগ দেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান এভার্ট এইসেনস্টাট বিষয়টি কোনো মন্তব্য করতে রাজি হননি।

শনিবার সকালে কানেতি বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, তারা প্যারিস চুক্তি পুনর্বিবেচনা করতে চাপ দেবে না, কিন্তু এর সঙ্গে কিভাবে পুনর্যুক্ত হওয়া যায় তা নিয়ে কাজ করবে।

চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত সময় লেগে যাবে।

এক সংবাদ সম্মেলনে মন্ট্রিয়েলের বৈঠকে যোগ দেওয়া বিভিন্ন দেশের মন্ত্রীরা জানিয়েছেন, এই সময়ের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্র যোগদান অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন তারা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :