ঝড়ে মেঘনায় ১২ নৌকাডুবি, এক জেলের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৬ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৫
ফাইল ছবি

লক্ষ্মীপুরে রামগতিতে মেঘনায় ঝড়ের কবলে পড়ে শুক্রবার ভোরে ১২টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে বাবলু নামে এক জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে সিদ্দিক উল্যাহ নামে আরও এক জেলে। এছাড়া ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহত বাবলু রামগতি উপজেলার চরআফজাল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও জেলেরা জানায়, রামগতির বয়ারচর ও চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে গভীর রাতে মাছ শিকারে যায় জেলেরা। এসময় ভোররাতে ঝড়ের কবলে পড়ে ১২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮ জেলে ডুবে যায়। এতে বাবলু নামে এক জেলের লাশ উদ্ধার এবং ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। আরও এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ১২টি নৌকাসহ ১৮ জেলে পানিতে ডুবে যায়। এর মধ্যে বাবলু নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। সিদ্দিক উল্যাহ নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :