চলচ্চিত্রে নতুন ‘যুদ্ধের’ আভাস

বাংলাদেশ পরিচালক সমিতির সঙ্গে হল মালিক সমিতি এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের ‘যুদ্ধ’ না থামতেই বেজে উঠলো আরেক নতুন ‘যুদ্ধের’ দামামা। যার উৎপত্তি স্থল গতকাল সোমবার দুপুরে ঢাকা ক্লাবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, পরিচালক ও প্রযোজকদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠন ‘চলচ্চিত্র ফোরাম’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। যেখানে উপস্থাপনার দায়িত্ব পালন করেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া।
ওই অনুষ্ঠানে ফারিয়া বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ইশারায় এখন বাংলাদেশের চলচ্চিত্র চলে। জাজ না থাকলে চলচ্চিত্র বাঁচবে না।’ নায়িকার এমন বক্তব্যে ক্ষেপে আগুন শাপলা মাল্টিমিডিয়ার মালিক সেলিম খান। তিনি ফারিয়ার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নুসরাত ফারিয়া এ ধরণের কথা কেন বলবে? জাজ ছাড়া কি কেউ ছবি বানাচ্ছে না? আমার শাপলা মিডিয়া কি জাজের ইশারায় চলছে? দেশের সব প্রযোজনা প্রতিষ্ঠান কী জাজ চালাচ্ছে নাকি?’
জাজ মাল্টিমিডিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এ প্রযোজক বলেন, ‘জাজ যদি এখন থেকে বছরে পাঁচটি ছবি নির্মাণ করে, আমার শাপলা মিডিয়া ১০টি ছবি নির্মাণ করবে। জাজ ১০টি ছবি নির্মাণ করলে শাপলা মিডিয়া নির্মাণ করবে ২০টি ছবি। যত টাকা লাগে বিনিয়োগ করবো। জাজ ছাড়া যে ইন্ডাস্ট্রি চলে সেটা আমি প্রমাণ করে দেবো।’
শুধু তাই নয়, নুসরাত ফারিয়ার এমন বক্তব্যের পর নায়ক শাকিব খান, পরিচালক উত্তম আকাশ, নায়িকা মৌসুমীসহ সেলিম খান অনুষ্ঠানস্থল ত্যাগ করে বের হয়ে আসেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে তার এবং নায়িকা বুবলীর নাম ডাকা হয়নি বলেও অভিযোগ করেন শাপলা মাল্টিমিডিয়ার এ কর্ণধার।
তবে ঘটনা যা-ই ঘটুক নুসরাত ফারিয়া এবং সেলিম খানের পাল্টাপাল্টি এ বক্তব্য যে নতুন আরেকটি যুদ্ধেরই আভাস সেটা অনেকটাই পরিষ্কার। কেননা, ফারিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় সেলিম খানের চ্যালেঞ্জ ছোঁড়া বক্তব্যের বিপরীতে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজেরও তো কিছু বক্তব্য আসবে। তিনিও তো ছেড়ে কথা বলার পাত্র নন। তখনই বোঝা যাবে জল কতদূর পর্যন্ত গড়ায়। যুদ্ধে নাকি মীমাংশায়।
ঢাকাটাইমস/০৩অক্টোবর/এএইচ

মন্তব্য করুন