ভৈরবে নিয়ন্ত্রণ পরিদর্শক মাদকসহ গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ২১:৩৬

বিপুল পরিমাণ মাদকসহ কিশোরগঞ্জের ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পরিদর্শক কামনা শীষ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার মাদক নিয়ন্ত্রক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার অফিস থেকে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, এসব মাদক অবৈধ মজুত ছিল- তার অফিসে এবং মজুত মাদকের কোন জব্দ তালিকা ছিল না।

এই ঘটনায় মাদক আইনে রাতেই সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন পরিদর্শক কামনা শীষ সরকারকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেন।

সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক মাদকের কোন সিজারলিস্ট পাওয়া যায়নি অফিসে। গোপন সংবাদে শনিবার তার অফিসে এসে হাতেনাতে তাকে মাদকসহ আটক করি। পরে তাকে পুলিশে সোপর্দ করে থানায় একটি মামলা করেছি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলছুর রহমান জানান, ঘটনার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে সহকারী পরিচালক পুলিশের সহায়তা চাইলে আমি পুলিশ দিয়ে সহযোগিতা করেছি।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :