কুমিল্লায় আ.লীগের দুপক্ষে সংঘর্ষে আহত ২৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ২০:০৪ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার বিকালে উপজেলা পরিষদের সামনের সড়কে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রাণ গোপাল দত্তের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. দুলাল হোসেন, পৌর যুবলীগ সভাপতি মো. মনির খন্দকার জানান, গত শনিবার প্রাণ গোপাল দত্তের অনুসারী উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার নবাবপুরে বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে আনন্দ র‌্যালি বের করে। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা বাকীর নেতৃত্বে ছাত্রলীগের র‌্যালিতে হামলা চালানো হয়। তারা র‌্যালিতে থাকা ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে।

জানা গেছে, ওই হামলার নিন্দা জানিয়ে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে প্রাণ গোপালের অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা চান্দিনা পালকি সিনেমা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চান্দিনা বাজার হয়ে উপজেলা পরিষদ গেট এলাকায় পৌঁছলে সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ এমপি গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালাতে গেলে দু্ই পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।

এতে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আর.এ কলেজ ছাত্রলীগ আহবায়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামলসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছেন।

সংঘর্ষ চলাকালে কার্যালয় সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চান্দিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চান্দিনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন বকসী জানান, তেমন কিছু হয়নি। সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ জানান, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কয়েকজন পুলিশ সদস্যের উপর ইট পড়েছে। তবে কেউ গুরুতর আহত নয়। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।’

ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :