রিসি-রাজা ঝড়ে চিটাগং ১৯৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৪১ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। ফলে, জিততে হলে রাজশাহীকে করতে হবে ১৯৫ রান।

চিটাগং ভাইকিংসের পক্ষে ৩০ বল খেলে ৪২ রান করেন লুকে রঞ্চি। ৫৬ বল খেলে ৮০ রান করে অপরাজিত থাকেন লুইস রিসি। ১৬ বল খেলে ১৭ রান করেন সৌম্য সরকার। ২০ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। রাজশাহী কিংসের পক্ষে মেহেদী হাসান মিরাজ দুইটি উইকেট নেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে চিটাগং ভাইকিংস তাদের প্রথম উইকেট হারায় দলীয় ৬৯ রানে। মেহেদী হাসান মিরাজের বলে কাজী অনিকের হাতে ক্যাচ হন লুকে রঞ্চি। দলীয় ১০৮ রানে সৌম্য সরকারকে বোল্ড করেন মিরাজ।

দুই দলেরই ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে। আজ তাদের নিয়মরক্ষার ম্যাচ। টুর্নামেন্টে দুই দলেরই আজ শেষ ম্যাচ। এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। আর ১১টি ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস ইনিংস: ১৯৪/২ (২০ ওভার)

(লুকে রঞ্চি ৪২, লুইস রিসি ৮০*, সৌম্য সরকার ১৭, সিকান্দার রাজা ৪২*; মোস্তাফিজুর রহমান ০/৪১, মোহাম্মদ সামি ০/৪৯, উসামা মীর ০/৩২, কাজী অনিক ০/২৭, মেহেদী হাসান মিরাজ ২/১৮, সমিত প্যাটেল ০/৮, জেমস ফ্র্যাঙ্কলিন ০/১২)।

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :