আমিই সর্বকালের সেরা: গেইল

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:০৬ | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:২১

টি-টোয়োন্টির মহারাজা তিনি। পরিসংখ্যানে তার ধারে কাছে নেই অন্য কেউ। ১১ হাজার রান, সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি, সবচেয়ে বেশি ৮১৯টি ছক্কা! তিনি তো বিশ্বসেরাই।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ফাইনাল জয়ের মহানায়ক। সাংবাদিকরা একের পর প্রশ্ন করেছেন তাকে। জবাবও দিয়েছেন বুদ্ধিমত্তার সঙ্গে। উত্তর দেওয়ার ফাঁকে কখনও করেছেন রসিকতা। সাংবাদিকরাও মজার মজার প্রশ্ন করেছেন গেইলকে।

আপনাকে বলা হয় টি-টোয়েন্টির ব্রাডম্যান। আপনি নিজে কী মনে করেন? নিজের কাছেও কী তাই মনে হয়? এমন প্রশ্নে সহাস্যে গেইল বলেন,‘ আমিই সর্বকালের সেরা।’

মজার মানুষ গেইল। নিজের টুইটার অ্যাকাউন্টে লিখে রেখেছেন,‘ ইউনিভার্স বস’। তাকে প্রশ্ন করা হলো, টি-টোয়েন্টিতে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী? মজা করলেন এ প্রশ্নেও। বললেন,‘ না না, ইউনিভার্স বস একজনই।’ তবে ভবিস্যতে স্বদেশী এভিন লুইসের উপর চোখ রাখতে বললেন গেইল। তার মতে, লুইসই পরবর্তী বিশ্বসেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান।

(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :