যুক্তরাষ্ট্রের ক্রীড়ানক ‘হবেন না’ ইমরান: পিটিআই মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৮, ১০:২৫

কয়েকদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে মসনদে বসতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খান। তবে ক্ষমতায় বসার আগেই যুক্তরাষ্ট্রকে একপ্রকার হুঁশিয়ারি দিলো ইমরান খানের দল পিটিআই। শুরু থেকেই জল্পনা চলছিলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ইমরান খান কিছুটা নত হবেন কি না। তবে পিটিআইয়ের এই বার্তা সে ভাবনায় অনেকটা পানি ঢেলে দিলো।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে কোনো আপস করা হবে না বলে জানিয়ে পিটিআই বলেছে, পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের হাতের পুতুলে পরিণত করতে দেয়া হবে না।

দেশটির টেলিভিশন চ্যালেন জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পিটিআই এর মুখপাত্র ও সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরি বলেন, ‘পাকিস্তান কখনো যুক্তরাষ্ট্রের ক্রীড়নক হবে না এবং দ্বিপক্ষীয় সম্পর্ক হতে হবে ভারসাম্যপূর্ণ।’

অনেক আগে থেকেই মার্কিন বিরোধী পিটিআই প্রধান ইমরান খান। তবে মনে করা হচ্ছিলো যে ক্ষমতায় আসার পর এমন অবস্থান থেকে সরে আসবে পিটিআই। কিন্তু পিটিআই এর মার্কিন বিরোধী অবস্থান যে আগের মতই রয়েছে তা বোঝা গেছে ফাওয়াদ চৌধুরির এমন মন্তব্যে।

ফাওয়াদ বলেন, তার দল হোয়াইট হাউজকে স্পষ্টভাবে বলে দিয়েছে, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের খেলার পুতুলে পরিণত হবে না। হোয়াইট হাউজকে দক্ষিণ এশিয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। তা না হলে তাকে অনেক বড় সমস্যার মুখে পড়তে হবে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাবে বলেও জানান ফাওয়াদ চৌধুরি।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করার পর থেকে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছে। ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদে সমর্থন জানানোর জন্য অভিযুক্ত করেছেন। এছাড়া অর্থ সাহায্য, সামরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র।

ঢাকাটাইমস/১৩আগস্ট/একে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :