বরিশালের সেই আইনজীবীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪২

বরিশালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আলোচিত আইনজীবী ওবায়েদুল্লাহ সাজুর বিরুদ্ধে এবার প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ উঠেছে।

এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞার সত্ত্বেও আইনজীবী সাজু সেখানে থাকা ঘর ও দেয়াল ভেঙে ফেলেছেন বলে দাবি করেন বুদ্ধি প্রতিবন্ধী শাহান আরা বিলকিসের ভাই এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তামান্না আলম চৌধুরীর মামা মইনুল আবেদীন রিয়াজ।

ঘটনাটি বরিশাল নগরীর নবগ্রাম রোডের মুনসুর কোয়াটার এলাকার।

মইনুল আবেদীন রিয়াজ বলেন, তার বড় বোন হোসনে আরা বেগম, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ভাগ্নি তামান্না আলম চৌধুরী এবং তার মেঝ বোন বুদ্ধি প্রতিবন্ধী শাহান আরা বিলকিস দীর্ঘ ১০ বছর ধরে তার সাথে বসবাস করে আসছেন। গত বছর বড় বোন হোসনে আরা বেগম ব্রেন স্ট্রোক করে মারা যান। তবে অপর বোন জাহান আরা, তার ছেলে তরিকুল ইসলাম, ছোট বোন গুলসান আরা, ভগ্নিপতি রিয়াজুল হক ফিরোজ বড় বোনের চিকিৎসার সময় জমির দলিলে টিপ সই নিয়ে সেই জমি নিজেদের বলে দাবি করছেন। নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন।

প্রতিবন্ধীর সম্পদ রক্ষা করতে তিনি এই ঘটনায় সাতজনকে আসামি করে মামলাও দায়ের করেন।আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে আইনজীবী সাজু তা মানছেন না বলে দাবি করেন রিয়াজ।

এ ব্যাপারে আইনজীবী ওবায়েদুল্লাহ সাজু ঢাকাটাইমসকে বলেন, প্রতিবন্ধী তামান্না আলম চৌধুরীর কোনো জমি নেই। মইনুল আবেদীন রিয়াজের ভাই তার সম্পত্তি বিক্রি করেছেন দুই বোনের কাছে। আর তাদের কাছ থেকে আমি ওই জমি কিনেছি। তামান্না চৌধুরীর জন্য কিছু সম্পত্তি রিয়াজের নামে দিয়ে গেছে তামান্নার মা।

প্রসঙ্গত, সাজু বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। শিশুর আঁকা ছবি দিয়ে আমন্ত্রণ কার্ড তৈরি করায় তৎকালীন আগৈলঝাড়া উপজেলার ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেছিলেন এই আইনজীবী। এই মামলায় ইউএনও কারাগারে গেলে তা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরে সাজুকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :