পোশাক শ্রমিকদের চিকিৎসায় পাইলট প্রকল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০১৮, ১৮:২২

গাজীপুরে পোশাক শ্রমিকদের স্বল্পমূল্যে হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ (সিওপিডি), ডায়াবেটিস ও ক্যানসার রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দিতে পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার গাজীপুরে মেডিকেয়ার জাপান ডায়গনস্টিক সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর ও মেডিকেয়ার জাপান এর যৌথ সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করবে কনিকা মিনোল্টা করপোরেশনে ও জাইকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাইহান-ই-জান্নাত (প্রোগ্রাম ম্যানেজার, অসংক্রামক রোগ নিরাময় বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মাদ নাসির (ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ ও কেইসুকে সাওয়াদা (প্রগ্রাম এ্যাডভাইজার, জাইকা বাংলাদেশ অফিস)।

জাতিসংঘ ঘোষিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে এটি একটি নিংগেন ডক (জাপানি স্বাস্থ্য পরীক্ষা) কর্মসূচি। এতে জাপান থেকে সহযোগিতা করবে কনিকা মিনোল্টা করপোরেশনে ও জাইকা জাপান।

মেডিকেয়ার জাপানের চেয়ারম্যান, ড. শেখ আলীমুজ্জামান বলেন, বর্তমানে ৬৪ শতাংশ মানুষ পাঁচটি অসংক্রামক রোগ থেকে অকাল মৃত্যুবরণ করেন। সেগুলো হচ্ছে- হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ (সিওপিডি), ডায়াবেটিস ও ক্যান্সার। গাজীপুরের পোশাক নির্মাণ শ্রমিকদের মধ্যে এসব পাঁচটি অসংক্রামক রোগ দ্রুত নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হবে। এটি একটি পাইলট প্রকল্প। প্রথমভাবে ২৫০০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হবে। মাত্র ১২০০ টাকায় ইসিজি, এক্সরে, আলটসোনোগ্রাম, ব্লাড ও ইউরিন পরীক্ষা করা হবে। তাদের কোনো সমস্যা ধরা পড়লে চিকিৎসা সেবা দেয়া হবে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

নারী মাদকসেবীদের চিকিৎসায় দশ বছরে আহ্ছানিয়া মিশন

সুস্থ আছেন জোড়া মাথা আলাদা করা দুই শিশু: স্বাস্থ্যমন্ত্রী

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করব না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

এই বিভাগের সব খবর

শিরোনাম :