এসিসির সভাপতি হলেন পাপন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৫১
শনিবার এসিসির বৈঠকে নাজমুল হাসান পাপন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। চতুর্থ বাংলাদেশি হিসেবে আগামী দুই বছর এসিসির সভাপতিত্ব করবেন পাপন।

এসিসিতে অংশ নিতে শনিবার সকালে পাকিস্তানের লাহোরে পৌঁছান আইসিসির প্রধান নির্বাহী (সিইও) ডেভ রিচার্ডসন। সেখানে এসিসি'র বার্ষিক সাধারণ সভা শেষে নাজমুল হাসান পাপনকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।

এশিয়ান ক্রিকেট সংস্থা প্রধান হন টেস্ট খেলুড়ে চার দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে। একটা চলমান পালাবদলের মাধ্যমে এই দায়িত্ব স্থানান্তর হয়। বাংলাদেশ থেকে সর্বপ্রথম এশিয়ান ক্রিকেটের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন আনিসুল ইসলাম। ১৯৮৯-৯১ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০০২-০৪ সালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজগর। ২০১০-১২ সালে পালন করেন আহম মোস্তফা কামাল। আর চতুর্থ বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পেলেন নাজমুল হাসান পাপন।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :