দুই বিভাগ এক না করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত না করার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিভাগের বিভিন্ন বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা এপিইই’কে ‘ইইই’ না করার যুক্তি তুলে ধরে বলেন, ‘ভর্তি পরীক্ষায় যারা মেধার তুলনামূলক শীর্ষে অবস্থান করে তারাই ট্রিপল ই বিভাগে ভর্তি হয়। যদি এপিইইকে ট্রিপল ই করা হয় তবে মেধাবীদের প্রতি অবিচার করা হবে। এছাড়া ‘ট্রিপল ই’র সাথে এপিইইয়ের সিলেবাসে ৫০ শতাংশ মিল নেই। যদি দুইটি বিভাগ একত্রীকরণ করা হয় তবে বিভাগটি তাদের স্বকীয়তা হারাবে। এছাড়া ইইইয়ের জন্য যে ল্যাব রয়েছে তা মাত্র ৩০ জনের জন্য। এমতাবস্থায় যদি এপিইইকে যুক্ত করা হয় তবে ইইই বিভাগের শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এ সময় তারা আগামীকাল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারের সামনে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

গত রবিবার (১১ নভেম্বর) থেকে বিভাগ দুটিকে একীভূতকরণের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলো এপিইই বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের শিক্ষকরা তাদের আশ্বস্ত করেন। ২০ নভেম্বর দুই বিভাগকে একীভূত না করার দাবিতে আন্দোলন শুরু করে ইইই বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :