যুবলীগ নেতা হত্যা

নোয়াখালীতে বিএনপির ২১৮ নেতাকর্মী কারাগারে

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৯, ১৯:৪৯

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ হত্যার ঘটনায় বিএনপির ২১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে ওই মামলায় বিএনপির ২২২জন নেতাকর্মী জামিন চেয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এ সময় উভয় পক্ষের শুনানি শেষে বিচারক শোয়েব উদ্দিন খান আসামিদের মধ্যে ৪জনের জামিন মঞ্জুর ও অপর ২১৮জনের জামিন নামঞ্জুর করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আসামিদের মধ্যে রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন, সহ-সভাপতি এনায়েত উল্যা বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১১ডিসেম্বর মঙ্গলবার বিকালে এওজবালিয়া ইউনিয়নের নুর পাটোয়ারিহাটে বিএনপি মিছিল থেকে হামলা ও গুলি চালিয়ে যুবলীগ নেতা মো হানিফকে হত্যা করা হয়।

এ ঘটনায় এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন বাদী হয়ে বিএনপির ৩৬৫জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিএনপির নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, আব্দুর রহমান ও রবিউল হাসান পলাশ।

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :