চট্টগ্রামে যুবদলের কেন্দ্রীয় নেতা সেলিম গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৯, ১৭:০১

যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১২টি মামলা রয়েছে বলে জানান নগরীর কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

ওসি জানান, গত বছরের ২৮ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিন নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। চট্টগ্রাম মহানগরীর রিয়াজউদ্দিন বাজারে তার বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মোহাম্মদ মহসিন আরও বলেন, বেশ কিছুদিন ধরে তিনি রিয়াজউদ্দিন বাজার এলাকার শ্রমিকদের সরকার বিরোধী কর্মকা-ের জন্য উস্কানি দিয়ে আসছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এর আগেও তিনি বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধে শ্রমিকদের উস্কানি দিয়ে নাশকতার কাজে ব্যবহার করেছিলেন।

বৃহস্পতিবার সেলিমকে আদালতে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :