নাশকতার দুই মামলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদার আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০১৭, ১৬:৩২
অ- অ+

অবরোধ চলাকালে বাসে আগুন দেয়ার ঘটনায় ‘হুকুমের আসামি’ করে দায়ের করা দুই মামলা আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে এ দুই মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল মঙ্গলবার এই আবেদন দায়ের করেছেন বলে তিনি বুধবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আগামী ৯ এপ্রিল বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর দারুস সালাম থানায় একাত্তর পরিবহনে আগুন দেয়ার অভিযোগে খালেদা জিয়াসহ ২৬ জন ও নিউ ভিশন পরিবহনে আগুন দেয়ার অভিযোগে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এ আগামী ১০ এপ্রিল মামলা দুটি অভিযোগ গঠন প্রশ্নে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিন এই দুই মামলাসহ ১১টি মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এমএবি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি: আমিনুল হক
আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
মৃত্যুর আগে খোলা চিঠিতে যা লিখেছেন সাংবাদিক বিভুরঞ্জন সরকার?
মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা