ভৈরবে ২ কয়েল কারখানাকে লাখ টাকা জরিমানা

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৬, ২৩:৪৪

কিশোরগঞ্জের ভৈরবে অনুমোদন ছাড়া প্রতারণা মূলকভাবে প্রতিষ্ঠানের লেভেল ব্যবহার করে মশা নিধনের কয়েল বিক্রির অভিযোগে দুইটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী মেসার্স হাজি করিম মিয়া ওয়ার্কসপ ও এইচবি ট্রেডার্স নামের দুই কারখানাকে এ জরিমানা করেন।

এ সময় বিএসটিআইয়ের ঢাকা প্রধান কার্যালয়ের পরিদর্শক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান, ভৈরবে লক্ষীপুর এলাকায় বিএসটিআইয়ের আইন লঙ্ঘন করার দায়ে ভৈরবের লক্ষ্মীপুর এলাকার মেসার্স হাজি করিম মিয়া ওয়ার্কসপের পরিচালক সোহরাব মিয়াকে ৫০ হাজার এবং একই অপরাধে ওই এলাকার এইচবি ট্রেডার্সের পরিচালক মোমেন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :