জনপ্রশাসনে বড় পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৯:০৭ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ১১:৪০

অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ সচিব পদে পাঁচ শতাধিক কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এরই মধ্যে সব চূড়ান্ত হয়ে গেছে। যে কোনো সময় আদেশ জারি হবে বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন ১৪৫ জন। যুগ্ম সচিব হয়েছেন ১৮৬ জন। আর সবচেয়ে বেশি পদোন্নতি হয়েছে উপসচিব পদে। এই সংখ্যাটা ২০৫ বলে জানিয়েছেন ওই কর্মকরর্তা।

মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে অতিরিক্ত সচিব পদে বেশিরভাগ পদোন্নতি হয়েছে প্রশাসনের ৮৬ সালের ব্যাচ থেকে। যুগ্ম সচিব বেশি হয়েছে ১১ তম ব্যাচ থেকে। আর উপসচিব বেশি হয়েছে ১৩ তম ব্যাচ থেকে।

বিস্তারিত না জানালেও মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, এর আগে একাধিকবার পদোন্নতির ক্ষেত্রে যারা নানা কারণে বঞ্চিত হয়েছিলেন, তারাও এবার পদোন্নতি পেয়েছেন।

এই পদোন্নতি জনপ্রশাসনকে আরও গতিশীল করবে বলে আশা করছে মন্ত্রণালয়।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ঢাকাটাইমসকে বলেন, ‘পদোন্নতির বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে, যে কোনো সময় আদেশ জারি হবে ‘

সংখ্যাটা কতো-জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সংখ্যাটা আমার এই মুহূর্তে মনে নেই। তবে এটা কয়েকশ হতে পারে।’

ঢাকাটাইমস/২৭নভেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :