ফরিদপুর কারাগারের সামনে বঙ্গবন্ধু স্মৃতিসৌধ হবে: আইজিপি প্রিজন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১১:২৯ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৬, ১১:২৮

আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ফরিদপুর কারাগারের মধ্যে বঙ্গবন্ধুর যেখানে অবস্থান করেছিলেন- তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে একটি স্মৃতি সৌধ স্থাপন করব।

তিনি বলেন, বঙ্গবন্ধু কেন কারাগারে ছিলেন সে বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্যই জেলখানার বাইরে এই স্মৃতি সৌধটি করা হবে, যাতে সকল শ্রেণির মানুষ দেখতে পায় এবং সঠিক ইতিহাস জানতে পারে।

বৃহস্পতিবার সকালে ফরিদপুরে কারাগার পরিদর্শন ও কারারক্ষীদের শেড উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইজিপি প্রিজন বলেন, আমরা যে কারারক্ষীদের থাকার জায়গা (শেড) নির্মাণ করলাম সেখানে ৫০ জন সদস্য ভালভাবে থাকতে পারবে। ইতোপূর্বে আমার কারারক্ষীরা অনেক কষ্টে থাকতেন, এখন আর সেই কষ্ট থাকবে না।

পরে বিভিন্ন স্থান পরিদর্শন করে একটি বকুল গাছ রোপন করেন।

এরপর তিনি জেলখানার ভেতরে পরিদর্শন করেন ও জেলখানার কয়েদি ও কারারক্ষীদের সাথে মতবিনিময় করেন।

তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মানিক লাল বিশ্বাস, জেল সুপার আবুল কালাম আজাদ, জেলার ইমরান হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল প্রমুখ।

প্রসঙ্গত, ফরিদপুর গণপূর্ত বিভাগ ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে এই টিনের শেডটি নির্মাণ করে।

(ঢাকাটাইমস/১ ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :