রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যা বন্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়েছে।

শুক্রবার জুমার পর উপজেলার এগারসিন্দুর ইউনিয়নবাসীর উদ্যোগে থানাঘাটে এসব কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি থানাঘাট এলাকা ঘুরে মঠখোলা-মির্জাপুর সড়কে মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন- হাজী মো.আবুল কালাম, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, অনার্স এন্ড মাস্টার্স ছাত্রকল্যাণ সংগঠনের সাবেক সভাপতি এমএস আল মামুন, প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আল ইমরান প্রমুখ।

বক্তারা, মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিতে বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/২ ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :