‘সুপ্রিম কোর্টে মূর্তি স্থাপন মুসলিম দেশের সংস্কৃতিবিরোধী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:৫৯

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর প্রতিকৃতি স্থাপনের যে উদ্যোগ নেয়া হয়েছে এটাকে একটি মুসলিম দেশের সংস্কৃতি পরিপন্থী বলে মন্তব্য করেছেন ধর্মভিত্তিক দলগুলোর নেতারা। তারা বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে এভাবে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে মূর্তি স্থাপন কোনোভাবেই মেনে নেয়া যায় না। এই প্রতিকৃতি স্থাপনের বিরুদ্ধে ইসলামি দলগুলো আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছেন নেতারা।

মঙ্গলবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের পুরানা পল্টন কার্যালয়ে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘খ্রিস্টানদের দেশ আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান ফটকে সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা হিসেবে হজরত মোহাম্মদ সা. এর নাম লেখা রয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের সামনেও আইন প্রণেতা হিসেবে কোনো মূর্তি নেই। পৃথিবীর কোনো মুসলিম দেশে সুপ্রিম কোর্টের সামনেও মূর্তির কোনো অবস্থান নেই। তাহলে ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন গ্রিক দেবীর মূর্তি।’

গোলটেবিল আলোচনা ধর্মভিত্তিক কয়েকটি দলের নেতারা অংশ নেন। তারা বলেন, ‘যে সংস্কৃতি মুসলমাদের একত্ববাদের পরিপন্থী তা মুসলমানদের প্রত্যাখ্যান করা বাধ্যতামূলক। না করলে আমাদের মুসলমানিত্ব থাকবে না। কারণ ইসলাম হচ্ছে মূর্তি, বাদ্যযন্ত্র ও ভাস্কর্যবিরোধী।’ এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।

দলের আমির প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আতাউল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা ড. ঈসা শাহেদী, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, জামিআ মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা এটি এম হেমায়েত উদ্দীন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা জিয়াউল হক মজুমদার, দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, জামিআ ওয়াহিদিয়ার প্রিন্সিপাল মাওলানা জোবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবু সাঈদ নোমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত 

উপজেলা নির্বাচন: বহিষ্কার আমলে নিচ্ছেন না বিএনপি নেতারা, প্রার্থীদের পক্ষে মাঠে তৃণমূল

‘সব গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হবে এবং শিগগির স্বৈরতান্ত্রিক সরকারের পতন’

মামুনুল হকের জামিন, কারামুক্তির অপেক্ষা

হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া

ওমরাহ করতে সস্ত্রীক ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতা দখল: ওবায়দুল কাদের

রাজধানীতে জনসাধারণের মাঝে মহিলা পার্টির পানি ও শরবত বিতরণ

বিএনপি নয়, আ.লীগের নেতা ও তাদের স্বজনরা দেশ ছেড়ে যাচ্ছে: রিজভী

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীর কোন কোন স্বজন অংশ নিতে পারবেন না জানালেন শেখ হাসিনা

এই বিভাগের সব খবর

শিরোনাম :