বিনা টিকিটে রেল ভ্রমণ, ৮৫৯ যাত্রীকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ২১:৩২

বিনা টিকিকে রেল ভ্রমণ করায় কিশোরগঞ্জের ভৈরবে ৮৫৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় যাত্রীদের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার ১৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরবব বাজার রেলওয়ে জংশন স্টেশনে তাদের আটক করে এ জরিমানা আদায় করেন রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) সরদার সাহাদাৎ আলী।

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ভৈরব স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ও মেইল ট্রেনে রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণকারীদের আটক করে । পরে যাত্রীদের কাছ থেকে থেকে নগদ ১ লাখ ৬৮ হাজার ১৪০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার অমৃত লাল সরকারসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ আদালতকে সহয়তা করেন ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ, নিরাপত্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম মানিকসহ রেলওয়ে আনছার ও পুলিশ বাহিনীর সদস্যরা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :